খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

ছাত্রদল নেতা রবিউল হত্যার প্রতিবাদে ও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও জেলা সুসম উন্নয়ন কমিটি আলাদা আলাদাভাবে এই হরতাল আহ্বান করে। এদিকে হরতালের কারণে দুরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের দোকানপাটও খোলেনি।

হরতালের সমর্থনে আজ সোমবার সকালে শহরতলীর বিভিন্ন এলাকায় পিকেটিং করে হরতাল আহ্বানকারীরা। শহরের আরামবাগ এলাকায় টায়ারে আগুন দেয় বাঙ্গালী ছাত্র পরিষদ কর্মীরা।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে জেলার গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় ছাত্রদল নেতা রবিউল ইসলামের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এদিকে পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে তা বাতিলের দাবি জানিয়ে হরতাল আহ্বান করে জেলা সুসম উন্নয়ন কমিটি নামে একটি সংগঠন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top