কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকত থেকে সোমবার সকালে আরও এক রোহিঙ্গা কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় নিহত ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হলো।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি পাল বলেন, বাহারছড়া সমুদ্রসৈকতে সোমবার সকালে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে। পোশাক দেখে নিশ্চিত হওয়া গেছে যে কিশোরীটি রোহিঙ্গা।
গত ২৯ আগস্ট থেকে সোমবার পর্যন্ত টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকার নাফ নদী ও সমুদ্র থেকে ৯৪ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে সাতজনের মরদেহ। বাকি মরদেহগুলো উদ্ধার করা হয়েছে টেকনাফের বিভিন্ন পয়েন্ট থেকে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম