কক্সবাজারে বাসচাপায় শিশু নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁওর ইসলামাবাদ শাহফকির বাজার পয়েন্টে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মো. মুকিব(৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত মুকিব পার্শ্ববর্তী রামু উপজেলার রশিদনগর ৫নং ওয়ার্ডের কাদেমর পাড়া এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। সে তার মায়ের সঙ্গে স্থানীয় ভিলেজার পাড়াস্থ নানাবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুকিব বিয়েবাড়ির অন্য নারীদের সঙ্গে পার্লারে যাওয়ার জন্য মহাসড়কে অপেক্ষা করছিল। এ সময় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৬৫২১) গাড়িটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকাবাসীর সহযোগিতায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় ঘাতক বাসটি বাস স্টেশনের গরু বাজার এলাকা থেকে জব্দ করে ডুলহাজারা হাইওয়ে পুলিশের কাছে হস্থান্তর করে।

ডুলহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. রুহুল আমিন জানান, ঘাতক বাসটি স্থানীয় পুলিশের সহযোগিতায় জব্দ করা হয়েছে। শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top