বৈশ্বিক মহামারী করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন সহজলভ্য করতে চট্টগ্রামের সব সরকারি অফিসের সামনে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রেজিস্ট্রেশন বুথ স্থাপন বিষয়ক সভায় তিনি এ কথা জানান।
এবিএম আজাদ বলেন, সিটি করপোরেশন এলাকায় ৪১টি ওয়ার্ডের ডিজিটাল সেন্টার, জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও সব সরকারি অফিসে ফ্রিতে ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
তিনি বলেন, সরকারি অফিসের বাইরে বেসরকারিভাবে কেউ চাইলেও এই মহৎ কাজটি সম্পন্ন করতে পারেন। মানুষকে সেবা দিতে পারেন। আমরা চাই সবখানে উৎসবমুখর পরিবেশে মানুষ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করুক। ভ্যাকসিন নিক।
বিভাগীয় কমিশনার বলেন, ৪০ বছরের উপরে যাদের বয়স, তারা চাইলেই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করা সবাই করোনার ভ্যাকসিন পাবেন।