কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুই মাথাওয়ালা শিশু জন্ম নিয়েছে। গত শুক্রবার রাত দশটায় দেবিদ্বার উপজেলার সেবা হাসপাতালে শিশুটির জন্ম হয়। বর্তমানে মা শিশু দুইজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সার্জন গাইনি বিশেষজ্ঞ ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন।
অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করা শিশুটি একটি ছেলে শিশু।
প্রসূতি মরিয়ম বেগম কুমিল্লা জেলার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ওমান প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী এবং গতকাল রাতে তিনি শিশুটি জন্ম দেন।
এ ব্যাপারে ডা. মির্জা আসাদুজ্জামান রতন সংবাদমাধ্যমকে বলেন, প্রসূতি মরিয়ম বেগমের প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে সেবা হাসপাতালে ভর্তি করে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারি করা হয়। প্রথমে দুইটি মাথা দেখে ধারণা হয়েছে জোড়া সন্তান। তবে পরে দেখা গেছে একটি শিশুর দুইটি মাথা রয়েছে। শিশুটি জন্মের পর মা ও শিশু এখনো সুস্থ্য রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ