চাঁদপুরে ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ৯টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন ও নাজনিন সুলতানা এ সাজা দেন।

জানা যায়, কিছু অসাধু জেলের চাঁদপুর মেঘনা নদীর লগ্গিমারা চর এলাকায় ইলিশ ধরার খবর পেয়ে সেখানে পরিদর্শনে যান চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমানসহ একটি বিশেষ টিম। এ সময় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

এ ব্যাপারে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, ০১-২২ অক্টোবর মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। কথিপয় অসাধু জেলে নদীতে নামলেও প্রায় ৯০ ভাগ জেলে মাছ ধরা থেকে বিরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top