চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) মুরাদপুর আইকন টাওয়ারে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামের ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এই প্রতিষ্ঠানের মালিক এমএলএম পদ্ধতিতে গ্রাহকদের কাছে মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক বিভিন্ন ওষুধ বিক্রি করছিলেন।
ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
তিনি জানান, নানা প্রলোভন এবং আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছে এমএলএম পদ্ধতিতে অনুমোদহীন ওষুধ বিক্রি করছিলো প্রতিষ্ঠানটি।
‘এই কারণে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব অনুমোদনহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।’