কোভিড-১৯ঃ কক্সবাজারে নারী চিকিৎসকসহ আক্রান্ত ১৫

প্রথমবারের মতো কক্সবাজারে করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এক নারী চিকিৎসক। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জন।

রোববার (২৬ এপ্রিল) দু’দফায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে একশ জনের নমুনা পরীক্ষার পর ওই চিকিৎসকের ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসককে চট্টগ্রামের ফৌজদার হাটের করোনা বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানা যায়।

এ পর্যন্ত ২৬ দিনে কক্সবাজারে ৮৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৫ জনের নমুনা পরীক্ষায় ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, রোববার (২৬ এপ্রিল) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে সকালের শিফটে ৭১ জন এবং বিকেলের শিফটে ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা পজেটিভ পাওয়া যায়।

রামু আইসোলেশান ইউনিট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, আক্রান্ত ১৫ জনের মধ্যে ১০ জনকে রামু আইসোলেশান ইউনিটে, তিনজন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রামুতে চিকিৎসাধীন দশজনেরই বর্তমান অবস্থা ভাল। মূলত তাদেরকে উপসর্গ ভিত্তিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এখানে যেহেতু আইসিও সেবা নেই, সেক্ষেত্রে কোনো রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে। জানা গেছে, আক্রান্ত ১৫ জনের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Scroll to Top