ফেনীতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) রোগীদের চিকিৎসার জন্য আইসোলেসন ইউনিটে দায়িত্ব পালন শেষে চিকৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা থাকবেন জেলার অভিজাত আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট ‘হোটেল বেস্ট ইন’ এ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক ও হোটেলের চেয়ারম্যান জাফর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য হোটেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।
জাফর উদ্দিন বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরামর্শে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের থাকা-খাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে হোটেল কর্তৃপক্ষ। এখানে কোয়ারেন্টিন শেষ করে পরিবার ও কর্মস্থলে ফিরে যাবেন।
ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দায়িত্বরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য এটি একটি ভালো ব্যবস্থা। হাসপাতালের আইসোলেশন ইউনিটে দায়িত্বরতদের পরিবারে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে।
সাজ্জাদ হোসেন ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক এবং হোটেলের চেয়ারম্যান জাফর উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।