যৌতুক প্রথার আঁচ থেকে যেনে ছাড়ছে না এ যুগের মা বোনেরাও। লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. আক্তার হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুল্লাহ কুতুবী এ রায় দেন। আসামি মো. আক্তার হোসেন কমলনগরের চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সাথে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে তার স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে নির্যাতনের অভিযোগ ছিল। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে আক্তার হোসেন তার স্ত্রী সাজুকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
পরে ১৪ ফেব্রুয়ারী নিহতের বাবা বাদি হয়ে কমলনগর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আক্তার হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জনের সাক্ষ্যগগ্রহন শেষে আজ এ রায় দেন। লক্ষ্মীপুর জজকোর্ট এর স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাসার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।