সারাদেশে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান

জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ট্রেড লাইসেন্স, অনিবন্ধনকৃত ঔষধ, ভোক্তা অধিকার আইনে এসময় সোনাপুর বাজারের রাজিয়া মেডিকেল হল ৫হাজার, বিউটি মেডিকেল হল ৮হাজার, বি কে শিল্পালয় ৩হাজার, ইসলামিয়া মেডিকেল হল ৩হাজার, অগ্রণী মেডিকেল হল ২হাজার ও মুসলিম সুইট্সকে ১০হাজার জরিমানা করা হয়। এসময় বিভিন্ন মেডিসিন দোকান থেকে বেশ কিছু অনিবন্ধনকৃত ঔষধ জব্দ করে নষ্ট করা হয়।

এদিকে ভ্রাম্যমান আদালতের কথা শুনে সোনাপুর বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার ফজলুল হক, উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি রোমান হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আরমান খাঁন জয়।রামগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলো।

Scroll to Top