‘পদ্মা সেতুতে লক্ষাধিক মানুষের মাথার প্রয়োজন’ ফেসবুকে এমন গুজব ছড়ানোয় কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে শনিবার রাতে খোকন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
খোকন মিয়া তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
রবিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, খোকন এ ধরনের গুজব সৃষ্টি করে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি ও আতংক সৃষ্টি করে আসছিল।
জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট মনিটরিং শুরু করলে খোকন মিয়া নামের একটি ফেসবুক আইডি শনাক্ত করা হয়। তিনি তার আইডিতে গত ৬ জুলাই ‘মাথা কাটা থেকে সাবধান হুঁশিয়ার’ এবং ১০ জুলাই ‘একটি বিশেষ সংবাদ, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিতে পদ্মা সেতু নির্মাণের লক্ষে মানুষের মাথা খুব প্রয়োজন এবং মানুষের মাথা কেটে নেওয়া হচ্ছে’- এমন গুজব প্রচার করেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশের সাইবার ক্রাইম টিম তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।