ধর্ষণের হুমকি পেয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

বরিশালের বাকেরগঞ্জে অপহরণের পর ধর্ষণের হুমকি দেওয়ায় আত্মহত্যা করেছে তানজিলা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী।

বৃহস্পতিবার বাড়ির পেছনে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তানজিলার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে। সে কৃষ্ণকাঠি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

আত্মহননের আগে সে একটি সুইসাইড নোটও লিখে গেছে। এতে উল্লেখ রয়েছে, প্রতিবেশী নূর হোসেনের মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে এবং অপহরণের পর ধর্ষণের হুমকি দেওয়ায় সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে তানজিলার মা রাজিয়া বেগম জানান, নূর হোসেন কয়েক মাস আগে তানজিলাসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। তদন্তে নূর হোসেনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ তানজিলার নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেয়।

রাজিয়া বেগম অভিযোগ করেন, নূর হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রায়ই তানজিলাকে অকথ্য ভাষায় গালাগাল করত। অপমান সইতে না পেরে তার মেয়ে আত্মহত্যা করেছে।

সুইসাইড নোট জব্দ করার কথা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, তানজিলার মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তে আত্মহত্যার প্ররোচণার প্রমাণ পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top