বরিশালে কখন কোথায় ঈদজামাত

নগরীর বিভিন্নস্থানে ঈদ-উল-আযহার নামাজের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। মহানগর ইমাম সমিতির জানিয়েছে, নগরীর বান্দ রোডের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতাসহ প্রশাসনের কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া নগরীর কয়েকটি মসজিদে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায়। জামে এবায়েদুল্লাহ মসজিদে দু’টি জামাতের মধ্যে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় ঈদ জামাত সম্পন্ন হবে।

সকাল ৮টায় ঈদজামাত হবে নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে। পোর্ট রোড জামে মসজিদে সকাল সোয়া আটটায়। আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান, জেলগেট জামে মসজিদ, ল’কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, গুঠিয়া জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ ও মেডিকেল কলেজ জামে মসজিদে সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে।

বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত সকাল আটটায় চরমোনাই দরবার শরীফের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার ছারছিনা নেছারাবাদ মাদ্রাসা মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় করা হবে।

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top