দাম্পত্য জীবন নিয়ে শঙ্কায় বরগুনার বেতাগী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্ষিত সেই সহকারী শিক্ষিকা। গত ১৭ আগস্ট স্বামীকে আটকে রেখে তাকে গণধর্ষণ করে এলাকার বেশকয়েক বখাটে। ঘটনার পরদিনই ভিকটিমের স্বামী ভারত চলে যান, তিনি ওই দেশেরই নাগরিক। গতকাল পর্যন্ত স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়নি।
এদিকে শিক্ষিকার বাড়িতে পুলিশি পাহারা থাকলেও আতঙ্ক কাটেনি পরিবারটির। ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও অধরা রয়েছে মামলার তিন আসামি। তারা হলেন আবদুল হাকিমের ছেলে মো. রাসেল, মো. দুলালের ছেলে মো. রেজাউল ও কুদ্দুস কাজির ছেলে মো. সুমন কাজি। তবে প্রধান আসামি সুমন বিশ্বাসকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সব আসামিই ক্ষমতাসীন দলের সমর্থক বলে জানা যায়। বিভিন্ন সময় আওয়ামী লীগের নানা কর্মসূচিতে তাদের সক্রিয় দেখা গেছে বলে জানান এলাকাবাসী।
মামলার তদন্ত কর্মকর্তা বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির আমাদের সময়কে জানান, গত বৃহস্পতিবার আসামি রবিউল ও জুয়েলের তিনদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তবে এখনো তাদের থানায় আনা হয়নি। প্রধান আসামির রিমান্ড মঞ্জুর হলে আজ (সোমবার) তাদের মুখোমুখি করা হতে পারে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর-রশিদ বলেন, পলাতক বাকি তিন আসামিকে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যেভাবেই হোক তাদেরকে আমরা গ্রেপ্তার করব। তবে ভিকটিমের পরিবারের আতঙ্কের কোনো কারণ নেই। ঘটনার পরদিন থেকেই ওই বাড়িতে তিন পুলিশ সদস্য ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি