ভারতে প্রশিক্ষণে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন বাউফলের ইউএনও

ভারতে প্রশিক্ষণে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন বাউফলের ইউএনও
নিহত পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন - সংগৃহীত ছবি

ভারতের উত্তরখণ্ডের মুসৌরিতে প্রশিক্ষণরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন (৩৭)। বাংলাদেশ সময় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মো. আল আমিন ছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার।

নিহত মো. আল আমিন বরগুনার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের মুক্তিযোদ্ধা হাসেম মাষ্টারের ছেলে। তার স্ত্রীসহ দুই কন্যা রয়েছে।

বাউফল উপজেলা সূত্রে জানা গেছে, আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফল উপজেলায় যোগ দেন। গত ৬ জুন প্রশিক্ষণের জন্য ভারতের উত্তরাখণ্ডে প্রদেশের মুসৌরিতে মিডক্যারিয়ার প্রশিক্ষণে যান।

মো. আল আমিনের ভগ্নিপতি বড়গুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন বলেন, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে আল আমিনের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার স্ত্রী বুশলা ইসলাম রোববার দুই সন্তন নিয়ে বাউফলের সরকারি বাসভবন থেকে গ্রামের বাড়ি চলে যান।

পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, ভারতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ইউএনও মো. আল আমিনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ইউএনও মো. আল আমিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারসহ ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ।

প্রসঙ্গত, মো. আল আমিন নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর পটুয়াখালীর দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন শুরু করেন। বাউফলের দায়িত্বে থাকা অবস্থায় ভারতে প্রশিক্ষণের জন্য যান এবং সেখানেই তার মৃত্যু হয়।