করোনাভাইরাসের কারণে ঝালকাঠির রাজাপুরে ইসলামিয়া ফার্মেসি ও সোহাগ ক্লিনিক স্বল্পমূল্যে ওষুধ বিক্রয় করায় তাদের প্রতিষ্ঠানে স্থানীয় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ওষুধ কোম্পানিগুলোকে চাপ প্রয়োগ করে ওষুধ সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদ এবং সাংবাদিক আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় স্থানীয় সাধারণ জনগন ও সচেতন মহলের ব্যানারে উপজেলার রাজাপুর প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ মিলে ৮ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহন মোল্লা, মুক্তিযোদ্ধা মো. মানিক জোম্মাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল রহমান ডেজলিং তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম জুয়েল সিকদার, বন্দর কমিটির প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির হিমু প্রমুখ।