করোনা: বরিশালে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত

মহামারী করোনার প্রভাবে বরিশালে স্মরণকালে এই প্রথম ঈদগাহ্ ব্যতিত অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। কারনো প্রাদুর্ভাবের কারণে এবার বরিশালে প্রধান ঈদ জামাতের কোন ব্যবস্থা রাখা হয়নি। শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য এবার মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয়েছে একাধিক ঈদের জামাত।

বরিশালে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে ফজরের নামাজের পরপরই সকাল পৌঁনে ৬টায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদে।

নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। নগরী এবং জেলার মসজিদগুলোতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়। প্রতিটি মসজিদে বেশীরভাগ মুসল্লি জায়নামাজ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। তাদের মুখমন্ডলে ছিলো মাস্ক, অনেকের হাতে ছিলো গ্লোভস্। এছাড়া অনেক মসজিদে ডিজইনফেক্টেন্ট চেম্বার, ব্লিচিং পাউডারযুক্ত পাপোস এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়।

নগরীর কালেক্টরেট জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ শীর্ষ সরকারী কর্মকর্তা এবং সাধারণ অনেক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন।

Scroll to Top