ভোলায় ইলিশ ধরার অপরাধে আটক ১৪

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার মেঘনা নদী থেকে ১৪ জেলেকে আটক করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সকালে কোস্টগার্ড, মৎস্যবিভাগ ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টিম তাদের আটক করে।

ইলিশ ধরার অভিযোগে মেঘনার ইলিশা, তুলাতলী, কাঠিরমাথা ও ভাংতির খাল থেকে জেলেদের আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার অভিযান হিসাবে রবিবার ভোরে জাল ও ইলিশসহ ১৪ জেলেকে আটক করা হয়। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, ০৮ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top