আজ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী ও করোনা ওয়ার্ডে অপর নারীর মৃত্যু হয়েছে। তাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। ভোলা সদর থেকে আসা ওই নারী গত ২৭ এপ্রিল সকালে হাসপাতালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি হন। মেডিসিন ওয়ার্ড থেকে তাকে ওইদিনই করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
অপরদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)। তারও শ্বাসকষ্টের সমস্যা ছিল।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বরিশাল বিভাগের ছয় জেলায় ১০৮ জন রোগী এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।