মাছের বদলে বরিশাল কীর্তনখোলা নদীতে জেলেদের জালে উঠে এসেছে অচেতন এক নারী। বুধবার (২৩ আগস্ট) বিকেলে বরিশাল শহরতলীর তালতলা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অজ্ঞাত ওই নারীকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, কীর্তখোলা নদীর তালতলি পয়েন্টে জেলেদের পেতে রাখা জালের সাথে এক অচেতন নারী উদ্ধার হয়েছে এমন খবর পেয়ে সেখান যায় পুলিশ। এর আগে উদ্ধার হওয়া নারীকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে স্থানীয়রা।
ঘটনাস্থলে পুলিশ গেলে ওই নারীকে হস্তান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য অচেতন নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই নারী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে ঘটনার আসল রহস্য জানা যাবে।
এ ব্যাপারে শেবাচিমের চিকিৎসক দাস রনবির জানান, কোতোয়ালি থানা পুলিশ অচেতন এক নারীকে নিয়ে আসলে তাকে মহিলা মেডিসিন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে রাত সোয়া ৮টার দিকে তার জ্ঞান ফিরলেও কিছু বলতে পারছেন না তিনি। এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এস