মা ইলিশ ধরায় বরিশালে ১১ জেলে আটক

মা ইলিশ শিকারের দায়ে বরিশাল জেলার কালাবদর, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযানে চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, অভিযানে ৪০ কেজি ইলিশ ও ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইননানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান জানান, গত ১ অক্টোবর থেকে শুক্রবার দিনগত মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৫৩৬টি অভিযান ও ২৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৪৮টি মামলা করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত ৩ টি নৌকা ও ২ টি ট্রলার জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top