বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের ৩ সদস্য নিহত

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে সুপারি গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, খাসতবক গ্রামের আবদুল মান্নান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার চাচাতো ভাই মৃত আমজাদ হোসেনের স্ত্রী হামিদা বেগম (৫৫) ও হামিদা বেগমের ছেলে রাসেল হাওলাদার (১৮) কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু আজ সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল পহলান বলেন, আজ সকাল সাতটার দিকে দেলোয়ার হোসেন বাগান পরিস্কার ও কয়েকটি সুপারি গাছ কাটতে যান। এ সময় বাগানে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় ওই তারে প্রথমে দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে হামিদা বেগম ও রাসেল হাওলাদার দৌড়ে ছুটে আসেন। এ সময় তারা দু’জনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পল্লী বিদ্যুতের পাথরঘাটা অভিযোগ কেন্দ্রের জুনিয়র প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতের তার ছেঁড়া ছিল না। সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেনসহ তিনজন মারা গেছেন।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।

Scroll to Top