কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ঢাকাসহ ৮ জেলায় গরম অব্যাহত থাকতে পারে।
যশোরে গতকাল সোমবার (৩১ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া আজ মঙ্গলবার নীলফামারীর ডিমলায় দেশের সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর এবং রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এপ্রিল মাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এসময় দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।