ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রস্তুত হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। নৌপথ নিরাপদ ও ভাড়া তুলনামূলক কম হওয়ায় যাত্রীদের অনেকেই সদরঘাট হয়ে বাড়ি ফেরেন। বাড়তি চাপ সামলাতে সতর্ক রয়েছে লঞ্চ চালকরা।
তবে চাঁদপুর লঞ্চ টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নেই। বিশ্রামাগার ও টয়লেটের অভাবে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিশেষ করে বিপুলসংখ্যক যাত্রীকে একমাত্র গ্যাংওয়ে দিয়ে চলাচল করতে হয়, যা ভোগান্তি বাড়ায়।
এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনটি নতুন গ্যাংওয়ে ও পর্যাপ্ত পন্টুন স্থাপনের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির উপপরিচালক মো. বছির আলী খান জানান, ‘ঈদের আগেই যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায়ও পদক্ষেপ নেয়া হয়েছে।’
চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ বিভিন্ন নৌপথে চলাচলকারী ৪০টির বেশি লঞ্চ ঈদে যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুত রয়েছে।