রাজধানীতে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা

রাজধানীতে জেঁকে বসেছে শীত। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। পাশাপাশি রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বেশিরভাগই শিশু আর বৃদ্ধ।

শুক্রবার (৩ জানুয়ারি) ছুটির দিনে রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দেখা মেলেনি সূর্যের। সকালে বৃষ্টির মতো ঝিরঝির কুয়াশা পড়তে দেখা গেছে। এতেই বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। দিন আনতে যাদের পানতা ফুরোয় তাদের অবস্থা শোচনীয়।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর শিশু হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনদের আনাগোনা। বেশিরভাগই লড়াই করছে তীব্র ঠান্ডার সঙ্গে। বয়স্কদের অবস্থাও বেহাল। শীত না পড়তেই ভর্তি হতে হয়েছে হাসপাতালে।

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের চিকিৎসক সকরা আফরিন এ জাহান, ‘আগে থেকে সতর্কতার অভাবে ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি জটিল হচ্ছে। তাই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঘরে ব্যবস্থা রাখতে হবে।’

এদিকে, আবহাওয়া অফিসও দিতে পারেনি সুখবর। জানিয়েছে, আরও তিন থেকে চারদিন এ অবস্থা থাকবে। কুয়াশা কমলে কমবে শীতের তীব্রতা।

জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল, ও মধ্যাঞ্চলে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Scroll to Top