দুদকে নিয়োগ দলীয় প্রভাবমুক্ত থাকতে হবে: ড. ইফতেখারুজ্জামান

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগে দলীয় প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এমনভাবে দুদক সাজাতে হবে যেন, পরবর্তীকালে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বার্থ নাই, তাই দুদকসহ অন্য প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে, যেন পরবর্তী সরকার এই ধারা অব্যাহত রাখতে পারে।’

রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে দুর্নীতি বিরোধী চেতনা নিয়ে চলারও পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, ‘এমন দুদক চাই যেখানে ব্যক্তিগত বা দলীয় প্রভাব থাকবে না। রাজনৈতিক অঙ্গনের দুর্নীতি দূর করতে হবে।

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে পুরো সমাজ ব্যবস্থায় দুর্নীতি বিরোধ গড়ে তোলার কথা জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘এই সরকারকে দুদকসহ অন্য প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে, যাতে পরবর্তীতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়।’

Scroll to Top