সাধারণ মানুষকে যেন মামলায় হয়রানি করা না হয়: সমন্বয়ক রিফাত

কোনো সাধারণ মানুষকে যেন জুলাই-আগস্টের মামলায় হয়রানি করা না হয়, এমন দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে টিএসসিতে এক সাংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগের যারা বিদ্রোহী ছিল তারাই বড় ভুমিকা পালন করেছে। ছাত্রলীগের যারা হামলায় জড়িত ছিল তাদের গ্রেফতার ও সাজার দাবি জানান তিনি।

আহমেদ রিফাত আরও বলেন, নিরপরাধ কেউ যেন আর হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে। ছাত্রলীগের যারা হামলায় জড়িত ছিলেন না তাদের বিষয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত।

Scroll to Top