জামা নয়, টিএসতিতে এখন চাল-ডাল-আলু আনার আহ্বান

টানা ৯ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ওমর ফারুক। কখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন আবার কখনও নিজেই টানছেন ত্রাণ সামগ্রী।

শুধু ওমর ফারুক নন, টিএসসিতে ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যারা যোগ দিয়েছেন তাদের সবার গল্প প্রায় একই রকম। তরুণদের পাশাপাশি মানবিক বিপর্যয় কাটানোর ঐক্যের ডাকে সাড়া দিয়েছেন অনেক জ্যেষ্ঠ নাগরিকও।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় টিএসসি যেন হয়েছে ত্রাণের বন্দর। যেখানে ত্রাণ দিতে আসা নানা বয়সী মানুষের প্রচেষ্টাও হৃদয় ছুঁয়ে যায় বাকিদের। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সহায়তা দিতে আসা শিশু-কিশোরদের গল্পটাও তেমনই।

ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্বরতরা বলছেন, এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলুসহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের।

বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Scroll to Top