প্রাইভেসি লঙ্ঘন ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ সমর্থন করি না: সারজিস

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারজিস এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সকল প্রকার অন্যায় সিস্টেমকে উপড়ে ফেলার জন্যই ছাত্রজনতার এই বিপ্লব। মানুষের প্রাইভেসি লঙ্ঘন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ আমরা সমর্থন করি না।

তিনি তার আরেক পোস্টে বলেন, অবস্থান কর্মসূচি হবে শান্তিপূর্ণ। কেউ অতি উৎসাহী হয়ে কিছু করতে যাবেন না। মানুষের দুর্ভোগ যেন না হয়। আমরা যা কিছু করছি তা এই দেশ ও দেশের মানুষের নিরাপত্তার জন্যই। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়।

এর আগে বৃহস্পতিবার শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কাছে দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলে তখন জনগণ সিদ্ধান্ত নেবে, তারা এদেশে রাজনীতি করতে পারবে কি না।’

Scroll to Top