ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারি ফরিদ ওরফে পিএস মানিককে ভারতে যাওয়ার সময় আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সেপক্টর মো. খায়রুল ইসলাম পিএস মানিককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা ফরিদ ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরর ইমিগ্রেশনে আসেন। এরপর ইমিগ্রেশন পুলিশ সদস্যরা দেশত্যাগে তার নিষেধাজ্ঞার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। পরে তাকে ইমিগ্রেশন কার্যালয়ে আটক করা হয়।
ফরিদ মূলত তার এলাকায় মানিক নামে পরিচিত। সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর পিএস মানিক হিসেবেই তাকে মানুষ বেশি চিনতেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ফরিদের আটকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।