বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনডোর চালুর দিনই শুরু হয়েছে অপারেশন কার্যক্রম। আজ বুধবার সকালে হাসপাতালটির প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগে প্রথম শিশুর জন্ম দেন ঢাকার আফতাব নগরের ফারজানা বেগম। এ নিয়ে আজ স্পেশালাইজড হাসপাতালে তিন শিশু ভূমিষ্ঠ হয়।
নবজাতকের জন্মের পর ফারজানা বেগমের স্বামী বলেন, ওর জন্মের খবর শুনে আমরা সবাই খুশি। সবাই বলছে শিশুটির নাম ‘সুপার’ রাখতে।
নতুন চালু হওয়া সুপার স্পেশালাইজড হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ারের অধীনে গাইনি বিভাগের ইনচার্জ অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাস এবং সিনিয়র কনসালটেন্ট কানিজ ফাতেমা ডোনার নেতৃত্বে একটি টিম অপারেশন পরিচালনা করেন।
অজ্ঞানবিদ হিসেবে ছিলেন অ্যানেস্থেসিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক।
অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাস জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে প্রথম নবজাতকের জন্ম হয়। তার ওজন ছিল ২৯১০ গ্রাম। শিশু ও তার মা সুস্থ এবং স্বাভাবিক আছে। তবে নবজাতকের মা ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েডের রোগী ছিলেন বলে নবজাতককে বিশেষ অবজারভেশনে রাখা হয়েছে।
শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সঞ্জয় কুমার দেব জানান, এনআইসিইউতে রাখা নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে। ২৪ ঘণ্টা সেখানে থাকবে।