ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সামরিক বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরাইলি হামলা ও দখলদারিত্বকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচার হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে।
ইসরাইলি বাহিনী বারবার সভ্যতার সব নিয়মকানুন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তি লঙ্ঘন করায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। এসব হামলা বন্ধ ও মধ্যপ্রাচ্যে শান্তিপ্রক্রিয়া পুনর্জ্জীবনে আন্তর্জাতিক চেষ্টার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ঢাকা,’ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সার্বভৌম ও স্বাধীন মাতৃভূমিতে ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।
সংলাপ ও কূটনৈতিক উপায়ে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে সব পক্ষকে কাজ করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবিসির খবর বলছে, অধিকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
জেনিনে ইসরাইলি সেনাবাহিনীর চলমান অভিযানের প্রতিবাদে দখলকৃত পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিম তীরের দোকানপাট ও অফিস বন্ধ রয়েছে।