ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদকে স্বাগত জানান - সংগৃহীত ছবি

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ ঢাকায় পৌঁছেছেন। বর্তমানে তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।

তিনি আজ শনিবার (১ জুলাই) দুপুরে ঢাকায় আসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ঢাকা সফরের সূচি অনুযায়ী, আমিনা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট ২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে নৈশভোজে অংশ নেবেন তিনি।

রোববার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেনে আমিনা জে মোহাম্মেদ। পরে বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

এরপর সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন আমিনা জে মোহাম্মেদ। ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতির কারণে সে সফর স্থগিত হয়।