
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার রাজা ইয়াং ডি পারতুয়ান আগং সুলতান আব্দুল্লাহ ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যথাক্রমে ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আম গ্রহণ করেছেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এক মেট্রিক টন আম বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি-কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন কূটনীতিক উপপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপহার বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। এই উদ্যোগ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি আম ও কৃষিপণ্যকে একটি সম্ভাবনাময় পণ্য হিসেবে প্রচারে সহায়তা করবে।