দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক উদ্ধার

দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক উদ্ধার
পুরোনো ছবি

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশেকুর রহমানকে উদ্ধার করেছে মিশন কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। বিষয়টি পুলিশ হেড কোয়ার্টার নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সাথে নিয়মিত নিরাপত্তা টহলকালে আশিককে অপহরণ করে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, সাউথ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সকল শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন।