সুষ্ঠু নির্বাচনে ইসি কী ধরনের পদক্ষেপ নিয়েছে জাপান তা জানতে চেয়েছে

সুষ্ঠু নির্বাচনে ইসি কী ধরনের পদক্ষেপ নিয়েছে জাপান তা জানতে চেয়েছে
কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি - সংগৃহীত ছবি

সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনার (ইসি) কী ধরনের পদক্ষেপ নিয়েছে জাপান তা জানতে চেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ কথা জানান।

সাক্ষাতের সময় জাপানি রাষ্ট্রদূত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি নির্বাচনের পদ্ধতি, নির্বাচনকালীন রোডম্যাপ কী, সীমানা নির্ধারণ, নির্বাচনের দিন কীভাবে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা হয়, নির্বাচনের সঙ্গে যুক্ত কারা এবং তারা কীভাবে কাজ করে এসব বিষয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান।

জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমাদের রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী, আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করছি এবং আমাদের প্রতিটি ধাপ নির্ধারিত তারিখ অনুযায়ী আগাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সীমানা নির্ধারণ বিষয়ে অল্প কিছু এলাকাতে পরিবর্তন করতে হবে। সে পরিবর্তনের কাজও শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যে আমরা ঘোষণা দিয়ে দেব। ’

এ সময় নির্বাচন পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে কার্যক্রম পরিচালনা করে তার বিস্তারিত তুলে ধরেন তিনি।

সিইসি বলেন, ‘কিছুদিন আগে আমরা গাজীপুরে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছি। কোনো সমস্যা হয়নি, আগামী জাতীয় নির্বাচনও আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারব বলে আশা করি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সকল কার্যত্রম আমাদের গ্রহণ করা হয়েছে।’

নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক পাঠানো বিষয়ে প্রশ্ন করা হলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব। পর্যবেক্ষক দল আসলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’ এ ক্ষেত্রে জাপানকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বৈঠকের সময় উপস্থিত ছিলেন।