চীনা রাষ্ট্রদূত সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

চীনা রাষ্ট্রদূত সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
চীনা রাষ্ট্রদূত ও সেতুমন্ত্রীর সাক্ষাৎ - সংগৃহীত ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সেতুমন্ত্রীকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান।