র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভালো আলোচনা হয়েছে: ডোনাল্ড লু

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভালো আলোচনা হয়েছে জানিয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, সন্ত্রাস প্রতিরোধে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখছে।

আজ রবিবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডোনাল্ড লু। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু।

বৈঠক শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, ‘জিএসপি সুবিধা চালু হলে প্রথমে বাংলাদেশ এই সুবিধা পাবে। গণতন্ত্র ও মানবাধিকার আমাদের কেন্দ্রবিন্দু। এটা নিয়ে আমরা পরামর্শ দেই।’

মনোমুগ্ধকর অতিথিপরায়ণ মানুষের দেশে বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছেন বলে জানিয়ে ডোনাল্ড লু বলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে।