আমদানি করার জন্য পাঁচ মাসের রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে জমা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আমাদের মুদ্রাস্ফীতি ৯-এর ওপর চলে গিয়েছিল। এখন ৮ এর নিচে নেমে গেছে। আইএমএফের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বলেন, দেশ বিপদে আছে। এমন সময় অস্থিতিশীল পরিস্থিতি হলে রুখতে হবে।
জনগণের জানমালের নিরাপত্তায় ১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগ সর্তক অবস্থানে থাকবে বলেও উল্লেখ করেন দলটির সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে বিষোদগার চায় না আওয়ামী লীগ। জানান, যুদ্ধের কারণে সামনে কঠিন চ্যালেঞ্জ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।’