জাতিসংঘে বাংলাদেশ রাশিয়ার বিপক্ষে ভোটদানে বিরত

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহির আহ্বান জানানোর বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

গত সোমবার পাস হওয়া এ প্রস্তাবে যুদ্ধের ফলে ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মস্কোকে। জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ৯৪টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের এই রেজুলেশনের প্রতীকী গুরুত্ব রয়েছে। তবে এটি কার্যকর বা বাস্তবায়নের আবশ্যকতা নেই।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ। এর মধ্যে আছে বেলারুশ, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া এবং সিরিয়া।

আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নেপাল, ভুটান এবং মালয়েশিয়াসহ ৭৩টি দেশ ভোটদানে বিরত থাকে।

এ প্রস্তাবকে ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। এটা পাস হলে পরবর্তী সময়ে জাতিসংঘের কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তিনি।