পরীক্ষা চলাকালীন হলের মধ্যেই ফেসবুকে গিয়ে লাইভ দেখান তৃতীয় বর্ষের এক কলেজছাত্রী।
আশ্চর্য হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানে কালনা কলেজে। গতকাল শনিবার তৃতীয় বর্ষের টেস্ট পরীক্ষায় এমন কাণ্ড করে বসে ওই ছাত্রী।
বর্ধমানের স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, পরীক্ষার হলে বসে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেসবুক লাইভে যায় ওই শিক্ষার্থী। মোবাইলের পর্দায় ভেসে ওঠে তার উত্তরপত্র। আশপাশে বেঞ্চে পরীক্ষা দিচ্ছে অন্য ছাত্রছাত্রীরা।
‘ফেসবুক লাইভ’ দেখে বাইরের কেউ ফোন করে সে কথা জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষকে। পরে টনক নড়ে তাদের।
এদিকে এই অপরাধের জন্য তৃণমূল ছাত্র পরিষদ অভিযুক্ত ছাত্রীর শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
কলেজের অধ্যক্ষ তাপস সামন্ত জানান, ছাত্রীটি মোবাইল লুকিয়ে নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিল। সে ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছে।
তবে তাকে ফাইনাল পরীক্ষায় বসতে না দেয়ার সুপারিশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে।