সরকারি আবাসিক স্কুলে কন্যা সন্তানের মা হলো ১৪ বছর বয়সী স্কুল ছাত্রী। এ ঘটনায় এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে ছয় কর্মীকে।
ভারতের ওড়িশার কান্ধামাল জেলায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রী গত শনিবার রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সদ্য মা হওয়া ছাত্রীর দাবি, সন্তান প্রসব করায় তাকে এবং তার সন্তানকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। উপায় না পেয়ে সন্তান নিয়ে সে জঙ্গলে থাকতে বাধ্য হয়েছে। এরপর রোববার সকালে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা-শিশু দুজনেই সুস্থ আছে।
এই ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। বিভাগীয় মন্ত্রী রমেশ মাঝি জানিয়েছেন, জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত শেষ করে বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে। স্কুলের প্রধান শিক্ষক রাধারানি ডানিয়েলকে সাসপেন্ড করার সুপারিশও জমা পড়েছে।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে