ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল আরএসএস সমর্থিত ‘রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ’ আসন্ন ঈদুল আজহায় পশু কুরবানির বিরোধিতা করেছে। গতকাল মঙ্গলবার লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের আহ্বায়ক মুসলিমদের উদ্দেশ্যে ঈদে অসহায় পশু কুরবানি না করে বরং কেক কেটে রূপকভাবে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার গণমাধ্যমে প্রকাশ, সংগঠনটির আহ্বায়ক ঠাকুর রাজা রইসের দাবি, ‘রাসুল (সা.) বলেছেন, গাছপালা, পশু-পাখির ওপরে রহম করলে আল্লাহ তার ওপর রহম করবেন। তার আদেশ বিবেচনায় পশু কুরবানি হওয়া উচিত নয় কারণ তার প্রাণ রয়েছে।’
তাকে জিজ্ঞাসা করা হয় গাছপালারও প্রাণ আছে তাহলে কি সবজিও খাওয়া চলবে না? তিনি অবশ্য ওই প্রশ্নের কোনো উত্তর দেননি।
সংগঠনটির অওয়ধ এলাকার আহ্বায়ক ‘গাভী কুরবানি হারাম’ হিসেবে অভিহিত করেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় ইসলামে কি আগে থেকেই গরু, ছাগল কুরবানি নিষিদ্ধ রয়েছে? এ প্রশ্নে তিনি নিরুত্তর ছিলেন।
তাদের মতে, তিন তালাকের মতো পশু কুরবানিও নিষ্ঠুরতা। একুশ শতকে সমাজের নিষ্ঠুরতা থেকে বের হতে হবে বলে তাদের অভিমত।
মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সহ-আহ্বায়কের দাবি, ঈদে কুরবানিকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে অন্ধবিশ্বাস ছড়িয়ে রয়েছে। মুসলিমরা নিজেদের ঈমানদার বলে দাবি করলেও প্রকৃতপক্ষে আল্লাহর পথে চলতে গিয়ে তারা বিভ্রান্ত হয়ে গেছে।
এদিকে, ঈদ উৎসবের মুখে উত্তর প্রদেশের মুসলিমরা সঙ্কটের মধ্যে রয়েছেন। রাজ্যটিতে অবৈধ পশুর নামে পুলিশ পশু ব্যাপারীদের ধরপাকড় করছে। প্রশাসনিক কঠোরতায় কুরবানির পশু মুসলিম সমাজের মানুষদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। এজন্য কুরবানি নিয়ে তাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। সূত্র: পার্স টুডে
বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ