ভারতের শিল্পনগরী মুম্বাইয়ে ভারী বর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। গতরাতে ভারী বর্ষণে একটি ঘর ধসে গেলে দুজন শিশুসহ তিনজন নিহত হয়। নিকটস্থ অন্য একটি জায়গায় একজন ৩২ বছর বয়সী নারী ও এক তরুণী নিহত হয়। ভারী বর্ষণ সংক্রান্ত দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে।
গতকাল মুম্বাইয়ের ট্রেন চলাচল বন্ধ ছিল কারণ বেশিরভাগ ট্রেকগুলো ভেসে গিয়েছিল। রাতে পানি সড়ে যেতে শুরু করলে ট্রেন চলাচল শুরু হয়েছে। বন্যায় আটকেপড়াদের উদ্ধারে ট্রেনগুলো কাজ করে যাচ্ছে।
গড়পরতা বৃষ্টির চেয়ে ৩০ গুণ বেশি বৃষ্টি হওয়াতে মুম্বাইয়ের বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বেশিরভাগ মানুষ নিজ নিজ গৃহে অবস্থান করছেন।
আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৫ সালের পর এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টিতে মঙ্গলবার দুপুরের মধ্যেই শহরের বেশিরভাগ এলাকা পানিতে ডুবে যায়। এমন অবস্থায় প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছিল কর্তৃপক্ষ। বিপর্যয় মোকাবেলায় ডাকা হয়েছে বিশেষ বাহিনীকেও।
বাংলাদেশ সময় : ১৫৪৪ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ