অনেক দিন ধরে অনেক জলঘোলা হয়ে আসছিলো রাম রহিমের ডেরা নিয়ে। রাম রহিম গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনায় আসছিলো তার ডেরার চাবি পাবে কে?
জানা গেছে শনিবার রাম রহিমের ছেলে জসমিতের কাছে এই চাবিগুলো হস্তান্তর করা হয়। চাবিগুলো হস্তান্তর করেন ডেরার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন বিপাসনা বিপাসনা ইনসান।
এ বিষয়ে জানা যায় কিছু দিন আগে পঞ্চকুলা পুলিশের কাছে বিপাসনা জানিয়েছিলেন খুব শীঘ্রই ডেরার দায়িত্বভার নিতে চলেছেন জসমিত। চাবি তুলে দেওয়া দায়িত্বভার গ্রহণের প্রাথমিক ধাপ বলেই মনে করা হচ্ছে।
হরিয়ানার সিরসায় ৮০০ একর জমির উপর রাম রহিমের বিশাল ডেরা। তাতে রয়েছে শপিং মল, রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা। কিন্তু, ডেরা প্রধানের সাজা ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছিল!
উল্লেখ্য এর আগে ডেরার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন বিপাসনা ঘোষণা দিয়েছিলের জেলে থেকেই রাম রহিম ডেরা সামলাবেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম