পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে থানার ভেতরে ছয় বছর বয়সীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির আর্তচিৎকারে ২ শতাধিক গ্রামবাসী হাজির হয়ে ওই এসআইকে থানাতেই গণপিটুনি দেয়। পরে পুলিশ এসআই তানবীর সিংকে আটক করে।
ভারতের উত্তর প্রদেশের রামপুরের পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। খবর: এএফপি ও এনডিটিভির।
রাজ্যের রাজধানী লক্ষ্মৌও থেকে ৩৫০ কিলোমিটার দূরে কেমরি শহরের কাছে ভানওয়ারকা গ্রাম। এর পাশেই ওই পুলিশ স্টেশন।
থানার বাইরেই শিশুটি খেলা করছি। এ সময় এসআই তানবীর সিং তাকে প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই ওই শিশু চিৎকার শুরু করলে গ্রামবাসী পুলিশ স্টেশনে হাজির হয়।
এ সময় তারা দেখতে পান এসআই তানবীর সিং শিশুর শরীরের ওপর রয়েছেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করছেন।
এ খবর জানাজানি হলে দুই শতাধিক গ্রামবাসী পুলিশ স্টেশনটি ঘেরাও করে। এ সময় তানবীর সিংকে ধরে তারা গণপিটুনি দেয়।
এরপরও গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরে এসপি ভিপিন টাডা ঘটনাস্থলে এসে তানবীর সিংকে আটক করলে বিক্ষোভ থামে।
ঘটনার আগে এসআই তানবীর সিং মদ খেয়েছিলেন বলে একজন শ্বাস বিশ্লেষক জানিয়েছেন।
এ ঘটনায় শিশুটির বাবা-মা তানবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পরে সেটিকে শিশুর বিরুদ্ধে যৌন হয়রানি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
এসপি ভিপিন টাডা এএফপিকে জানিয়েছেন, এসআই তানবীর সিংকে কারাগারে রাখা হয়েছে। আর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
একই সঙ্গে শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন বলে তিনি জানান।
সরকারি সূত্র বলছে, ২০১৫ সালে ছোটখাটো ছাড়াই উত্তর প্রদেশে ২০ হাজার যৌন নিপীড়নের মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ