ঘুণাক্ষরেও কখনো ভাবেননি সামান্য বিদ্যুতের বিল নিয়ে এমন ফাঁপড়ে পড়তে হবে তাকে। বিদ্যুৎ দপ্তর থেকে বিল এসেছে। কিন্তু সেই বিল হাতে নিয়ে চোখ কপালে উঠে গেল পেশায় কৃষক রাম প্রসাদের। তার একমাসের বিদ্যুতের বিল এসেছে ৭৭ কোটি টাকা।
এমন ঘটনাই ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। মহাসমুন্দ জেলার বাসিন্দা রাম প্রসাদ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৭৬ কোটি ৭৩ লাখ টাকার বিদ্যুতের বিল পেয়ে আকাশ থেকে পড়েন রাম প্রসাদ। বিল নিয়ে দৌড়ে যান বিদ্যুৎ দপ্তরে।
এই ঘটনায় সঙ্গে সঙ্গেই গরুণ কুমার ও দোজ কুমার দেবগণ নামে দুজন কর্মচারীকে বরখাস্ত করে বিদ্যুৎ দপ্তর।
একই সঙ্গে জানায়, গত আগস্ট মাসে মিটার বদল হয় রাম প্রসাদের বাড়ির, তার জেরেই এই ঘটনা। সংশোধনের পর ১৮২০ টাকার বিল দেওয়া হয় রাম প্রসাদকে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ