ভারতের নয়ডার মমুরা এলাকায় ১৬ বছরের এক কিশোরীকে টানা ৫১ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই কিশোরীকে মমুরা এলাকার অন্ধকার ও অস্বাস্থ্যকর একটি ঘরে টানা ৫১ দিন আটকে রাখা হয়। এ সময়গুলোতে কিশোরীকে বারবার গণধর্ষণ করা হয়েছে। মেয়েটিকে শারীরিক এবং মানসিকভাবেও নির্যাতন করে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কিশোরী নয়ডার মমুরা এলাকার বাসিন্দা। ২ মার্চ কাজের জন্য এক প্রতিবেশী চাচার সঙ্গে বাইরে যায় সে। এরপর থেকেই নিখোঁজ হয় সে। ২ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মেয়েটিকে অন্ধকার ও অস্বাস্থ্যকর একটি ঘরে বন্দি করে যৌন নির্যাতন চালানো হয়।
গত ২২ এপ্রিল কোনোভাবে ওই বাড়ি থেকে পালিয়ে আসে কিশোরী। স্থানীয় লোকজন তাকে দেখে হাসপাতালে নিয়ে যায়। মমুরা এলাকার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটি গুরুতর অসুস্থ। সে মানসিকভাবে আঘাত পেয়েছে।
এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লী পুলিশ।