ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প ও কিমের দ্বিতীয় বৈঠকের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে স্পষ্ট চুক্তি ও অগ্রগতি হবে বলে সবাই আশা করছিলেন। কিন্তু তেমন কোনো ফলাফল ছাড়াই শেষ হয় বৈঠকটি।
কি কারণে বৈঠকটি ব্যর্থ হয়েছিলো সে সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে, বৈঠকে উত্তর কোরিয়াকে সব পরমাণু অস্ত্র ও বোমার মূল উপাদান যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইংরেজি ও কোরিয় ভাষায় লিখিত ওই প্রস্তাব দেয়া হয়। এ কারণেই ট্রাম্প-কিমের দ্বিতীয় দফার বৈঠকটি ব্যর্থ হয়।
এছাড়া সেদিন দুই নেতার দুপুরের খাবারের সূচিও বাতিল করা হয়। গোপন ওই নথির কথা প্রথম প্রকাশ করেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ট্রাম্প-কিমের মধ্যকার এ শীর্ষ বৈঠক শুরু হয়। এর আগের বৈঠকটি হয়েছিল গত বছরের জুনে সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপে। আট মাস আগের সেই বৈঠকটি ছিল কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক।